ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

জাপানি হোন্ডা তৈরি হবে বাংলাদেশে

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোন্ডার নতুন মোটরসাইকেল প্রকল্পের কারখানা নির্মাণ কাজের সূচনা করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।   বিজ্ঞপ্তি।

 বিশ্বখ্যাত জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা এখন উৎপাদিত হবে বাংলাদেশে। বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থাপিত হবে মোটরসাইকেল ফ্যাক্টরি।
২০১৮ সালের মধ্যভাগে উৎপাদনে যাবে কোম্পানিটি। বছরে উৎপাদিত হবে এক লাখ মোটরসাইকেল। রবিবার মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় আবদুল মোমেন অর্থনৈতিক অঞ্চলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মাটি খনন অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাক্টরির কাজ উদ্বোধন করেন। জাপানি ব্র্যান্ড হোন্ডা ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল অধিদফতরের যৌথ উদ্যোগে গঠিত এ কোম্পানি।

পাঠকের মতামত: