ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

জাতীয় শোক দিবস পালনে মাতামুহুরী আওয়ামীলীগের প্রস্তুতি সভা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) বিকাল ৪টায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর বাবলা’র সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল ছুট্টু’র সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন সাকিব, বদরখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে হোছাইন আরিফ, সাধারণ সম্পাদক এ কে ভুট্রো সিকদার, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাহারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, ডেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সোহরাব মোস্তফা লিমন, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফিজুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক আশরাফ আলী মেম্বার, বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি আসফি চৌধুরী, সাবেক যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা
আওয়ামী লীগের আওতাধীন ৭ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত আওয়ামীলীগের নেতৃবৃন্দের মতামত ও পরামর্শক্রমে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে খতমে কোরআন,
দোয়া ও মিলাদ মাহফিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকের মতামত: