বাংলা ট্রিবিউন : জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে আমি মনে করি। কারণ এর আগেও জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হয়েছে। তারপরও এই সিদ্ধান্ত আমার একার না। আরও নির্বাচন কমিশনার আছেন। সবার সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে।’
রবিবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপে অনুষ্ঠিত ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
সিইসি’র এ মন্তব্যের আগে প্যানেল আলোচনায় সেনা মোতায়েন প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সেনাবাহিনী বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের দেশে নির্বাচন থেকে দূরে রাখা হয় তাদের।’
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এখানে সরকারের কিছু করার নেই। তারপরও কিছু রাজনৈতিক দল এক ধরনের কনফিউশন তৈরি করে এ নিয়ে প্রাপাগান্ডা ছড়াচ্ছে।’
পাঠকের মতামত: