ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শ্রেষ্ঠ চলচ্চিত্র ন’ ডরাই ও ফাগুন হাওয়া

অনলাইন ডেস্ক :: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ এ যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতেছে ন’ ডরাই ও ফাগুন হাওয়া। আজীবন সম্মাননা পেয়েছেন সোহেল রানা এবং সুচন্দা।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে গেজেট আকারে সেরা চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশের মধ্য দিয়ে এ পুরষ্কার ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তারিক আনাম খান এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সুনেরাহ বিনতে কামাল।

এদিকে প্রথম ছবি দিয়েই বাজিমাত করলেন ‘ন ডরাই’-খ্যাত সুনেরাহ বিনতে কামাল। ছবিটিতে অভিনয় করে তিনি পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। ছবিটি এবার শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালকসহ বেশ ক’টি বিভাগে পুরস্কার অর্জন করছে।

পাঠকের মতামত: