ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাচ্ছে না মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক ::  বিতর্কিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েককে শেষ পর্যন্ত ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার বিকেলে পুত্রজায়াতে এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ এই সিদ্ধান্তের কথা জানান।

জাকির নায়েককে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প্রশংসা করেছে মালয়েশিয়ান ইসলামিক রাজনৈতিক দলের সভাপতি দাতুক সেরি আবদুল হাদি।

মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মাহাথির বলেন, এখনও পর্যন্ত আমি আমার অবস্থান বদলাইনি। জাকির নায়েককে তার দেশে ফেরত পাঠানো হবে না।

দাতুক সেরি আবদুল হাদি বলেন, প্রধানমন্ত্রী অনুভূতির ভিত্তিতে নয়, তথ্যের ভিত্তিতে বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগেও মাহাথির মোহাম্মদ বলেছিলেন, জাকির নায়েককে ভারতে ফেরত পাঠালে তাকে খুন করা হতে পারে। আর এ কারণেই আমরা তাকে ফেরত পাঠাতে পারি না। জেনেশুনেই আমরা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না।

পাঠকের মতামত: