ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

জনতার কাতারে শাহজাহান চৌধুরী, ধানের শীষে গন জোয়ার

ফারুক আহমদ, উখিয়া ::

কক্সবাজার ০৪ উখিয়া-টেকনাফ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে জয়ী করতে নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারগন একাকার হয়ে ধানের শীষ মার্কায় প্রচারণায় গ্রামে-গঞ্জে ঝাপিয়ে পড়েছে।

সীমান্ত উপজেলা উখিয়া-টেকনাফের সর্বস্তরের জনগন শাহজাহান চৌধুরীকে সর্মথন জানিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছে। পরিক্ষিত বিএনপি’র কান্ডারী শাহজাহান চৌধুরী ও প্রচার-প্রচারণার পাশাপাশি গণসংযোগ এবং নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন।

শাহজাহান চৌধুরীর ধানের শীষ মার্কার নির্বাচনী জনসভা গত মঙ্গলবার সন্ধ্যায় জালিয়া পালং ইউনিয়নের ইনানী এলাকায় অনুষ্টিত হয়েছে। মেম্বার ছলিম উল্লাহ সভাপতিত্বে অনুষ্টিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরী।

বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী খেলাফত মজলিশ এর জেলা সভাপতি নুরুল আলম আল-মামুন, উখিয়া বিএনপি’র সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, জালিয়া পালং উত্তর ্ইউনিয়ন বিএনপি’র সভাপতি মেম্বার ফজল কাদের চৌধুরী, দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মেম্বার সোলতান আহমদ, মেম্বার ফরিদা ইয়াসমিন, উপজেলা যুব দলের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, উপজেলা ছাত্র দলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরী প্রমুখ।

এদিকে, বিকেলে শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষ মার্কার বিশাল মিছিল মরিচ্যা ষ্টেশনে অনুষ্টিত হয়েছে। মিছিল শেষে বক্তব্য রাখেন, উখিয়া বিএনপি’র সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী,

এছাড়াও সাবেক সংসদ সদস্য গন মানুষের প্রিয় নেতা শাহজাহান চৌধুরী উখিয়া সদর ষ্টেশন ও দারোগা বাজারে ৩ ঘন্টা ব্যাপী গনসংযোগ করছেন। গনসংযোগ কালে শত শত সাধারণ জনতা ও ভোটার গন তাকে দেখে এগিয়ে আসেন। এ সময় সাধারণ জনতা ধানের শীষে ভোট দিয়ে শাহজাহান চৌধুরীকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

পাঠকের মতামত: