মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।
‘নৈতিক শিক্ষাই পারে সমাজকে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদমুক্ত করতে। তাই স্কুল, কলেজ ও মাদরাসায় ছাত্র-ছাত্রীদের রুটিন পড়াশুনার পাশাপশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শৈশব থেকে পরিবারকেও দায়িত্ব নিতে হবে সন্তানদেরকে নৈতিক শিক্ষায়’। গত মঙ্গলবার (৯ আগস্ট) আলীকদমে ৫৭ বিজিবি’র আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ, বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল হাবিবুর রহমান পিএসসি।
আলীকদম টাউন হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল হোসাইন রেজা পিএসসি, আলীকদম সেনা জোনের উপ অধিনায়ন মেজর মোস্তাফিজুর রহমান, আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ অপ্পেলা রাজু নাহা। এছাড়াও স্থানীয় হেডম্যান, পাড়া কারবারী, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আলীকদম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন সিকদার, ব্যবসায়ী প্রতিনিধি মাসুক আহামেদ, ইউপি সদস্য সন্তোশ কান্তি ও সুপ্রভাত প্রতিনিধি হাসান মাহমুদ প্রমূখ।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ২০১৪ ইং বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৭ বিজিবি’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ৫৭ বিজিবি সেনা পুলিশের পাশাপাশি আইন শ্ঙ্খৃলা নিয়ন্ত্রনসহ সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে আসছে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় বেশ কয়েকটি বিওপি নির্মাণ করা হলেও ভুমি জটিলতার কারণে ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের কাজ শুরু হয়নি।
#################
আলীকদমে কারিতাসের সিঁড়ি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :::
বান্দরবানের আলীকদম উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের ইএসএলইপি-সিএইচটি/সিঁড়ি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সমপন্ন হয়েছে। গত মঙ্গলবার (৯ আগস্ট) উপজেলা অফিসার্স ক্লাব হলরূমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও উপকারভোগীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিনের সভাপতিত্বে এ প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম। সভার শুরুতে কারিতাসের বান্দরবান প্রকল্প অফিসের প্রতিনিধি উজ্জ্বল চাকমা ২০১১ সাল থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত আলীকদমে ১২৭টি পাড়ায় দারিদ্রতা ২ হাজার ২৭৩টি পরিবারের দারিদ্র্র বিমোচনে কারিতাসের বাস্তবায়িত কাজ, সফলতা, শিক্ষণীয় বিষয় এবং স্থায়ীত্বশীলতার অবদানের চিত্র তুলে ধরেন।
কারিতাস সিঁড়ি প্রকল্পের মাঠ কর্মকর্তা শুভন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, ইউএনও মো. আল-আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইয়াকুব মামুন, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, জাকের হোসেন মেম্বার, মো. আয়ুব মেম্বার, প্রকল্প সুবিধাভোগী মুর্শিদা বেগম ও কল্পরঞ্জন তঞ্চঙ্গ্যা।
সভায় বক্তারা বলেন, সরকারের সহযোগি উন্নয়ন সংস্থা কারিতাস দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করছে। কারিতাসের এ ধরণের আরো প্রকল্প আলীকদমের দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে অব্যাহত রাখার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, কারিতাস সিঁড়ি প্রকল্প ২০১১ সাল থেকে আলীকদমে অসহায়, দরিদ্র উপকারভোগীর মাঝে বিনা মূল্যে রিক্সা বিতরণ, কৃষি সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ, গবাদি পশু, হাস-মুরগি বিতরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণ, বন্যা দূর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ, স্বাস্থ্য সেবা প্রদান, স্যানিটেশন, দীর্ঘ মেয়াদী বাগান সৃজন, ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, সামাজিক নিরাপত্তায় সহায়তা প্রদান বিভিন্ন সরকারী কর্মসূচীতে অংশ গ্রহণসহ নানা কর্মসূচীতে সাফল্য দেখায়।
পাঠকের মতামত: