ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

ছাত্র আন্দোলনে যে সব শ্লোগান নজর কেড়েছে….

কালের কণ্ঠ :

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কিশোর আন্দোলন চলছে গত চার দিন ধরে। রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গত চারদিনের মতো আজ বৃহস্পতিবারও রাজধানীর রাস্তা অবরোধ করে রেখেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। যেগুলোর মাঝে আছে ক্ষোভের বিষ্ফোরণ; আবার আছে অসাধারণ সৃজনশীল সব স্লোগান। কালের কণ্ঠের পাঠকদের জন্য কিশোর আন্দোলনকারীদের এই স্লোগানগুলো তুলে ধরা হলো। বাঁধিয়ে রাখতে পারেন… হয়ে যাবে ইতিহাস… 

বাঁধিয়ে রাখুন কিশোর আন্দোলনকারীদের সৃজনশীল সব স্লোগান…

পাঠকের মতামত: