ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ছাত্রীকে যৌন হেনস্তা, অধ্যক্ষ আটক

চট্রগ্রাম প্রতিনিধি ::

এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে ফেনীর সোনাগাজী ফাজিল মাদরাসার অধ্যক্ষ এসএমএস সিরাজ উদ্দৌলাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

ওই ছাত্রীর বড় ভাই মাহমুদুল হাসান নোমান জানান, সকালে সোনাগাজী ফাজিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে নিজ অফিস কক্ষে ডেকে নেন অধ্যক্ষ এসএমএস সিরাজ উদ্দৌলা।

কিছুক্ষণ পর সেখানে ওই ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে জিজ্ঞেস করলে তিনি অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন।

এর আগেও অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা একাধিকবার তাকে যৌন হেনস্তার চেষ্টা চালিয়েছেন।

সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ওই ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ এসএমএস সিরাজ উদ্দৌলাকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত: