ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ১১-১২ মে

নিউজ ডেস্ক :
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্ষমতাসীন সরকারি দলের এ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এ কথা বলেন। এছাড়া আগামী ২৪ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ, ২৬ এপ্রিল ঢাকা মহানগর উত্তর এবং ২৯ এপ্রিল ঢাকা বিশ্বিবদ্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

এর আগে গত ৩১ মার্চ সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তখন জানিয়েছিলেন সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

পাঠকের মতামত: