ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চৌফলদন্ডিতে হামলায় মহিলাসহ আহত ৪

ররেরররমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

কক্সবাজার সদরের চৌফলদন্ডিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রী সহ ৪ জনকে আহত করেছে। ইউনিয়নের ঘোনার পাড়া ৫ নং ওয়ার্ডে জমি বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে ১ ফেব্রুয়ারী সকালে। জানা গেছে, সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী প্রতি দিনের মত মিস্ত্রীদের দিয়ে বাড়ীর কাজ করাচ্ছিলেন। হঠাৎ ৮/১০ জনের সন্ত্রাসী দল বিভিন্ন অস্ত্র নিয়ে বাড়ীতে ঢুকে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্ত্রীকে এলোপাতাড়ী কুপিয়ে মরাত্মক আহত করে। তাকে বাঁচাতে মিস্ত্রীরা এগিয়ে আসলে তাদের উপরও সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে। পরে প্রবাসীর স্ত্রীর আর্তচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী রুনা আক্তার (২৬), বাড়ীর মিস্ত্রী নাইক্ষ্যংদিয়ার ছৈয়দ আকবরের পুত্র আনোয়ার (২০) ও আব্দুল্লাহ (২০)। প্রবাসীর স্ত্রীর অভিযোগ, চৌফলদন্ডী মাইজ পাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র নূর আহমদ, জালালাবাদের ছৈয়দ আলমের পুত্র জামাল হোসেন, একই এলাকার মৃত জাফর আলমের পুত্র হুমায়ুন কবির প্রকাশ কালু, শাহেদ, সাইদু সহ ১০/১৫ জনের দল বাড়ীর কাজ করার সময় তার কাছ থেকে চাঁদা দাবী করছিল। দাবী পুরণ না করায় তারা হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে নূর আহমদকে প্রধান আসামী করে ৮/১০ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

পাঠকের মতামত: