বিশ্বকে তাক লাগিয়ে ভোটে জয়ী হয়ে হোয়াইট হাউসের সিংহাসনে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই জয়ের পর থেকেই শুরু হয়ে গেছে নানা সমালোচনা। কেউ কষছেন রাজনীতির অঙ্ক। কেউ কষছেন অর্থনীতির। কেউ কেউ আবার এসব ছেড়ে মেতে আছেন ট্রাম্প জোকসে। কিন্তু এসব ছাপিয়ে গেছে পাকিস্তানের এক নিউজ চ্যানেল। একদিকে যখন সবাই বলছে ট্রাম্প আসায় পাকিস্তানের সঙ্গে আরও শত্রুতা বাড়বে, তখন ওই পাক সংবাদমাধ্যমের দাবি ট্রাম্প নাকি আসলে পাকিস্তানি!
পাকিস্তানের Neo News চ্যানেলের রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্পের আসল নাম নাকি দাউদ ইব্রাহিম খান। রিপোর্টে আরও জানিয়েছে, ট্রাম্পের পরিবার ছোটবেলায় দত্তক নেয় দাউদ ইব্রাহিম খানকে। বাবা-মা হারানোর পর ব্রিটিশ ইন্ডিয়ার আর্মির এক ক্যাপ্টেন তাকে নিয়ে গিয়েছিলেন লন্ডনে। সেখানেই ট্রাম্প পরিবার তাকে দত্তক নেয়। এমনকি প্রমাণ স্বরূপ ট্রাম্পের ছোটবেলার ছবিও প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে। যেখানে এক ব্লন্ড শিশুর ছবি দেখানো হয়েছে। এমনকি পাকিস্তানের ওয়াজিরিস্তান মাদ্রাসায় নাকি পড়াশোনা করেছেন ট্রাম্প! ১৯৫৪ সালে এক দুর্ঘটনায় তিনি তার বাবা-মা’কে হারান বলে ওই রিপোর্টে দাবি করা হয়।
এই পুরো তথ্যই এই চ্যানেল পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। তবে এই খবরটি শুধুই চমকের জন্য কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে কয়েক দিন আগে ট্যুইট করে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছিলেন ট্রাম্প। লাদেনকে ছ’বছর ধরে কেন লুকিয়ে রাখা হয়েছিল, সেই প্রশ্ন তুলে সেই ট্যুইটে পাকিস্তানকে আক্রমণ করেছিলেন ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় আসার পর তাই আতঙ্কিত পাকিস্তান। অন্তত পাক সংবাদমাধ্যমে সেই চিত্রই উঠে আসছে। দেখুন ট্রাম্পকে নিয়ে প্রচারিত সেই চ্যানেলের রিপোর্টটি-
পাঠকের মতামত: