লোহাগাড়া প্রতিনিধি :: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে অবৈধ বালু উত্তোলনের মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমানন এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যিজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) ও পদ্মাসন সিংহ বলেন, চুনতির সাতগড় ছড়া খাল থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কারে একটি বালু উত্তোলনের মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে। তবে মেশিনের মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অবৈধ বালু উত্তোলনকারী যেই হোকনা কেন কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।
পাঠকের মতামত: