ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চাল আত্মসাতের দায়ে কুতুবদিয়া খাদ্য গুদামের কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
৮৫ লক্ষ টাকার সরকারী চাল আত্মসাতের দায়ে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের হােটেল শৈবালের সামনে থেকে দুদকের নির্দেশে তাকে আটক করা হয়।
তাকে আটকের বিযয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী।

কুতুবদিয়া থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী জানান, কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবিদ আল মাহমুদ ভূঁইয়ার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার কুতুবদিয়া থানা একটি চাল আত্মসাতের মামলা হয়। যার মামলা নাম্বার ৯৯৮।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানায়, বড়ঘোপ খাদ্যগুদামের ১৯২ মেট্রিকটন চাল পলাশ পাল চৌধুরী আত্মসাৎ করেন। প্রতি মেট্রিক টন চাল ৪৪ হাজার ৭৬৪ টাকা হিসাবে ৮৫ লক্ষ ২৫ হাজার ৭৩৭ টাকা মূল্যের চাল তিনি আত্মসাৎ করেন বলে দাবী করা হয়। এটি দুদকের একটি সিডিউল মামলা। মামলাটি আমি এন্ট্রি করে পরবর্তী পদক্ষেপের জন্য দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ সহকারী পরিচালক মােঃ শরীফ উদ্দিন বরাবর প্রেরণ করেছি।

তিনি আরো জানান- কুতুবদিয়া থানায় মামলা রুজু হওয়ার পর চাল আত্মসাৎকারী পলাশকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ আটক করেছে বলে আমাকে জানানো হয়েছে।

পাঠকের মতামত: