ডেস্ক নিউজ ::
বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার সাকিলা ফারজানা। একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাকিলা।
সাকিলার বাবা পরলোকগত সৈয়দ ওয়াহিদুল আলম এক সময় ওই আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। সংসদে হুইপের দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদেও ছিলেন তিনি।
সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে চট্টগ্রাম-৫ আসনে শাকিলার পাশাপাশি দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম ফজলুল হককেও চিঠি দেওয়া হয়েছে।
বিএনপি নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ওই আসনে মীর নাছিরই মূল প্রার্থী, তিনি কোনো সমস্যায় পড়লে বিকল্প রাখা হয়েছে। চট্টগ্রাম-৫ আসনে এখন সংসদ সদস্য জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ; এবারও তিনি মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন।
পাঠকের মতামত: