চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আই.ই.আর ) “ব্যবসায় শিক্ষা স্ট্রিমের” প্রথম ব্যাচ থেকে স্নাতক (৩.৫৩/৪) ও স্নাতকোত্তর (৩.৫৭/৪) উভয় পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন চকরিয়ার কৃতি সন্তান মুহাম্মদ কবির হোছাইন। কৃতি মুখ কবির হোছাইনের বাড়ি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ভরন্যারচর গ্রামে। তার বড় ভাই মুহাম্মদ কামাল হোছাইন দেশের বেসরকারী খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চকরিয়া শাখার ব্যাবস্থাপক মুহাম্মদ কামাল হোছাইন। পিতা সর্দার নজির আহমদ এবং মাতা মোমেনা খাতুনের কোল আলোকিত করে জন্ম নেয়া কৃতি মুখ কবির ২০০৯ সালে কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.১৯ এবং ২০১১ সালে হাজেরা তজু ডিগ্রি কলেজ থেকে ব্যবসা শিক্ষায় জিপিএ ৪.৭০ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (আই.ই.আর) এর ব্যবসায় শিক্ষা স্ট্রিমে ভর্তি হন । ২০১৬ সালের অনার্স চূড়ান্ত পরীক্ষায় তিনি সিজিপিএ ৩.৫৩/৪ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন। অনার্সের ভালো ফলাফলের জন্য ২০১৯ সালে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মেধা বৃত্তি লাভ করেছেন। সম্প্রতি প্রকাশিত ২০১৭ সালের মাস্টার্স পরীক্ষার ফলাফলেও তিনি বরাবরের মত জিপিএ ৩.৫৭/৪ পেয়ে প্রথম স্থান অধিকার করেন।
ভবিষ্যতে কী করার ইচ্ছা জানতে চাইলে তিনি বলেন, “অর্জিত জ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশের শিক্ষার ব্যবস্থার উন্নয়নের জন্য আমার নিজ ক্ষেত্র শিক্ষা ও গবেষণায় নিজেকে নিয়োজিত করতে চাই।”এ জন্য তিনি শিক্ষা বিষয়ে বাইরের দেশ থেকে আরো উচ্চতর ডিগ্রি অর্জনের চিন্তা করছেন। এ জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
পাঠকের মতামত: