চট্টগ্রাম অফিস :: রবিবার চট্টগ্রামে দুটি পৃথক চালানে প্রায় ২৮ কোটি টাকার ৭শ’ পিস সোনার বারের চালান ধরা পড়েছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছে ৪ জন। চট্টগ্রাম মহানগরীর সিআরবি এলাকা থেকে ১শ’ ও মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকা থেকে ৬শ’ সোনার বারের পৃথক এ দুটি চালান আটক হয়। সিএমপি ও জেলা পুলিশ সূত্রে জানানো হয়, সিআরবি এলাকায় সকালে ১শ’ বারের প্রথম স্বর্ণের চালানটি গাড়ি তল্লাশিতে উদ্ধার হয়। এর কয়েক ঘণ্টা পর দ্বিতীয় চালানটি ধরা পড়ে মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায়। এতেও উদ্ধার হয় ৬শ’ সোনার বার। যার ওজন ৬০ কেজি। প্রথম চালানে ধরা পড়া স্বর্ণের বারের ওজন ১১ কেজি ৬৬২ গ্রাম। এর বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। পক্ষান্তরে, মীরসরাইতে উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ করিম, মোঃ রাকিব, লাবু সাহা ওরফে প্রলয় কুমার সাহা ও বিলাল হোসেন ওরফে কাদের। স্বর্ণের বারগুলো গাড়ির সিটের নিচে ও তেলের ট্যাঙ্কের ভেতরে বিশেষ কৌশলে পাচার করা হচ্ছিল। উভয় চালান ছিল ঢাকামুখী। সিএমপির গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসেন জানিয়েছেন, গোপন সূত্রে বেরিয়ে এসেছে এ স্বর্ণের চালান প্রথমে নারায়ণগঞ্জ ও পরে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। দুটি চালানের যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই পুলিশ সোনাপাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৬শ’ পিস স্বর্ণের বার উদ্ধারের পর জানা গেছে, নগরীর রেয়াজুদ্দিন বাজার এলাকা থেকে চালানটি বিশেষ কৌশলে নেয়া হচ্ছিল।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মীরসরাই সোনাপাহাড় এলাকার চিনকি আস্তানা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মিতসুবিশি আউটলেন্ডার জীপ (চট্টমেট্রো-ঘ-১৮-২১৪৪) গাড়িকে পুলিশ থামানোর সঙ্কেত দিলে চালক গাড়ি থামায়। এরপর পুলিশের উপস্থিতিতে গাড়ির অভ্যন্তরে তল্লাশি চলে। তল্লাশিকালে বেরিয়ে আসে তেলের ট্যাঙ্ক অভ্যন্তরে অভিনব কায়দায় রক্ষিত স্বর্ণের বার। তাৎক্ষণিকভাবে চালক করিম খান কালু ও যাত্রী রাকিবকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেয়া হয়। আটককৃতরা স্বর্ণের বার নিয়ে সন্তোষজনক কোন জবাব ও বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। ফলশ্রুতিতে এ দুজনকে গ্রেফতার করা হয় এবং উদ্ধারকৃত স্বর্ণ চোরাচালানের সম্পত্তি হিসেবে জব্দ করা হয়। এছাড়া নগরীর সিআরবি এলাকা থেকে স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় রগ্রফতার হয়েছে লাবু সাহা ও বিলাল হোসেন।
পাঠকের মতামত: