ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে সবজিতে স্বস্তি, মাছে উত্তাপ

sobjuনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:::
চট্টগ্রামের বাজারে সবজির বাজার মোটামুটি স্থির থাকলেও মাছের বাজারে দাম উত্তাপ ছড়াচ্ছে। মৌসুমী সবজিতে বাজার এখনো ভরপুর। ফলে সবজিতে স্বস্তি আছে। কিন্তু মাছের দাম ক্রমেই উর্ধ্বমূখি। শুক্রবার নগরের রেয়াজুদ্দিন বাজার, বহদ্দার হাট, চকবাজার, কর্ণফুলী বাজার ও কাজীর দেউড়ি বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।

শুক্রবার প্রতি কেজি আলু বিক্রি হয় ১৫-১৭ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, পেঁপে ৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা, দেশি ছোট বেগুন ২৫ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, দেশি গোল আলু ৩০ টাকা, লাউ ২০-২৫ টাকা, শিম ৩০ টাকা, বরবটি ৫০ টাকা, টমেটো ৩০ টাকা, তিতকরলা ৫০ থেকে ৬০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, ধনেপাতা ৬০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে, বড় রুই মাছ প্রতি কেজি ৩৫০ টাকা, ছোট ৩২০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকা, পাঙ্গাশ ১৪০ টাকা বিক্রি হচ্ছে। তাছাড়া সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ ৩২০, ইলিশ ৮০০, ছুরি ৩০০, কালো চান্দা ছোট ৩২০, বড় ৬০০, চইক্কা ২০০, সুরমা বড় ৪০০, ছোট ২৪০, নারকেল মাছ ১৪০ টাকা, শিং ৭০০-৭৫০, শোল ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।

বাজারের ক্রেতার হুমায়ুন কবির বলেন, সবজরি দাম এখনো নিয়ন্ত্রণে আছে। তবে বাজারে মাছের দাম চড়া।

শুক্রবার বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়১৮-২০ টাকা, চীনা রসুন ২০০ টাকা, চীনা আদা ৮০ টাকা, দেশি আদা ৭০ টাকা বিক্রি হয়েছে। এছাড়া প্রতি ডজন হাঁসের ডিম ১২০ টাকা, খামারের মুরগির ডিম ৯৫ টাকা, দেশি মুরগির ডিম ১৮০ টাকা, সোনালি মুরগির ডিম ১৪০ টাকা বিক্রি হয়েছে।

পাঠকের মতামত: