ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে বিএনপির ১১ জনসহ ৪২ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডেস্ক নিউজ ::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ধানের শীষ প্রতীকের এগারোসহ মোট ৪২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিলের তালিকায় বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাও রয়েছেন। যদিও এসব আসনের অধিকাংশতেই বিএনপির বিকল্প প্রার্থী রয়েছে।

অপরদিকে স্বতন্ত্র হিসেবে দুই আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও চট্টগ্রামে নৌকা প্রতীকের কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, ১৬টি সংসদীয় আসনে মোট ১৭৭ প্রার্থী মনোনয়ন জমা দেন। রোববার (২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে ৪২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ১৩২ প্রার্থীকে বৈধ ঘোষণা করেন। এ ছাড়া তিনজনের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে।
যাদের মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) বিএনপি প্রার্থী গিয়াস কাদের চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে বিএনপির বিকল্প প্রার্থী নুরী আরা সাফা, আজিম উল্লাহ বাহার, ছালাহ উদ্দীন, খুরশীদ জামিল চৌধুরী।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল পাশার মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে বিএনপির বিকল্প প্রার্থী নুরুল মোস্তফা খোকন।

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ডু) বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর পাশাপাশি স্বতন্ত্র হিসেবে থাকা আওয়ামী লীগ নেতা বাকের হোসেন ভুঁইয়ার মনোনয়ন বাতিল হয়েছে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মীর হেলাল উদ্দিনের মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং ২০ দলীয় জোট প্রার্থী ও কল্যাণ পার্টির প্রধান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।

চট্টগ্রাম-৬ (রাউজান) বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে বিএনপির বিকল্প প্রার্থী জসীম উদ্দীন সিকদার।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, আবু আহমেদ হাসনাত এবং আব্দুল আলীমের মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে বিএনপির বিকল্প প্রার্থী মুহাম্মদ শওকত আলী নুর ও কুতুব উদ্দিন বাহার।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) বিএনপি প্রার্থী এম মোরশেদ খানের মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে বিএনপির বিকল্প প্রার্থী আবু সুফিয়ান।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) বিএনপির প্রধান প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে বিকল্প প্রার্থী শামসুল আলমের মনোনয়ন বাতিল হয়েছে।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এলডিপি প্রার্থী এম ইয়াকুব আলী ও স্বতন্ত্র প্রার্থী আবু তালেব বেলালীর মনোনয়ন বাতিল হয়েছে।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ জামাল আহমদ, বিএনএফ প্রার্থী নারায়ণ রক্ষিত ও গণফোরামের উজ্জ্বল ভৌমিকের মনোনয়ন বাতিল হয়েছে।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) তরিকত ফেডারেশনের প্রার্থী মোহাম্মদ আলী ফারুকী, স্বতন্ত্র মনিরুল ইসলাম, মো. শাহজাহান ও জসিম উদ্দীনের মনোনয়ন বাতিল হয়েছে।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) জামায়াতের প্রার্থী আমীর জাফর সাদেক ও স্বতন্ত্র প্রার্থী আবদুর জব্বারের মনোনয়ন বাতিল হয়েছে।

পাঠকের মতামত: