ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

1648472চট্রগ্রাম প্রতিনিধি :::

চট্টগ্রামের খুলশীতে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার পৌনে ২টার দিকে খুলশী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন : ইউসুফ (৩৫) ও পথচারী সেন্টু। আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খুলশী থানার ওসি নেজামউদ্দিন জানিয়েছেন, দুপুরে ফিলিং স্টেশনে একটি প্রাইভেট কার গ্যাস নিচ্ছিল। এ সময় বিকট শব্দে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হলে গাড়িটি উড়ে যায়। তিনি আরো জানান, দগ্ধ দুজনকে হলিক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি একজনকে কোথায় নেওয়া হয়েছে সেটি জানা যায়নি।

পাঠকের মতামত: