ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে আরও ১১ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামে আরও ১১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার ফৌজদারহাটের বাংলাদেশ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

চট্টগ্রামে সবমিলিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামে সোমবার ১০০টি নমুনা পরীক্ষায় ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ার ২ জন, মহানগরে ৮ জন ও মিরসরাই ১ জন রোগী পাওয়া গেছে।

পাঠকের মতামত: