ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

নেতাকর্মী ও জনসাধারণের অশ্রুজলে বিদায় 

চকরিয়া বরইতলীতে মা-বাবার কবরের পাশে  শায়িত হলেন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব কমরউদ্দিন আহমদ 

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের কৃতি সন্তান কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ও চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সাবেক সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও নিঃস্বার্থ সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব লায়ন কমরউদ্দিন আহমদ এর নামাজে জানাজা গতকাল বুধবার (৩ এপ্রিল)  বাদে আছর বাড়ির পাশবর্তী মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নামাজে জানাজায় চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, চকরিয়া পেকুয়া, মাতামুহুরী উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী ও বরইতলী ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ, আত্মীয় স্বজন শুভানুধ্যায়ী সকলে অংশ নেন।
নামাজে জানাজা শেষে দলীয় নেতাকর্মী ও সর্বস্থরের জনসাধারণের অশ্রুজলে কমরউদ্দিন আহমদকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়েছে।
তাঁর আগে নামাজে জানাজায় মরহুমের জীবনী কর্ম নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন লায়ন কমরউদ্দিন আহমদ এর বড়ভাই কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সিআইপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি এএইচ সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি আলহাজ্ব জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আশেকউল্লাহ রফিক, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এছাড়াও নামাজে জানাজায় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ গিয়াস উদ্দিন,  কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমান, এসএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আজিমুল হক আজিম, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক বখতিয়ার উদ্দিন চৌধুরী,  চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান,  মগনামা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস চৌধুরী, রাজাখালী ইউপি চেয়ারম্যান বাবুল, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির প্রমুখ।

পাঠকের মতামত: