ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

৯বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল

চকরিয়া পৌর আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি সম্পাদক পদে ৬ প্রার্থীর লড়াই

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  ২০১৩ সালে অনুষ্ঠিত সম্মেলনে তিনবছর মেয়াদে নির্বাচিত কমিটি সময় পার করেছে ৯বছর। সাংগঠনিক নিয়মে এই ৯বছরে তিনটি নতুন কমিটি উপহার পেত চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ। পাশাপাশি প্রতিটি সম্মেলনে বেরিয়ে আসতো নতুন নেতৃত্ব। অভিযোগ উঠেছে, সঠিক সময়ে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত না হবার কারণে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের নতুন নেতৃত্ব তৈরীর হবার পথ বারেবারে রুদ্ধ হয়েছে। এতে তৃনমুলের নেতাকর্মীরাও যেমন ক্ষুদ্ধ ছিলেন, তেমনি নতুন করে পদ প্রত্যাশী যারা তাদের মধ্যেও একধরণের হতাশা ভর করেছিলো দীর্ঘদিন ধরে।
তবে আশার কথা হলো নানা চড়াই উৎড়াই পেরিয়ে আজ রোববার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজারের চকরিয়া পৌরসভা শাখার বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। অনুষ্ঠিতব্য সম্মেলনে এবার সভাপতি পদে চকরিয়া পৌরসভার টানা দুইবার নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আলমগীর চৌধুরী প্রার্থীতা ঘোষনা দিয়ে রীতিমত স্নায়ুযুদ্ধে ফেলে দিয়েছিলেন প্রতিদ্বন্দি প্রার্থী ও সমর্থকদের শিবিরে।
অবশ্য শেষমুর্হুতে এসে কাউন্সিলর (ডেলিগেট) তালিকা নিয়ে লুকোচুরি ও যথাসময়ে কাউন্সিলর তালিকা প্রকাশ না করার অভিযোগ তুলে মেয়র আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সম্মেলনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে কিছুটা ছন্দপতন ঘটে সম্মেলনের জৌলুস নিয়ে। কারণ সভাপতি পদে তিনিই ছিলেন একজন শক্তিশালী প্রার্থী।
অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট প্রার্থী হয়েছিলেন ৮জন। তদমধ্যে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন। পরে মেয়র আলমগীর চৌধুরী সভাপতি পদে ও সাবেক ছাত্রনেতা মোজাফ্ফর হোসেন পল্টু সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় বর্তমানে সম্মেলনে মোট প্রার্থী রয়েছেন ৬জন। তদমধ্যে আছেন সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন। ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে। আজ রোববার ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।
অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতি পদে ভোটযুদ্ধে আছেন তিনজন। তাঁরা হলেন বর্তমান কমিটির সভাপতি কক্সবাজার জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটু (দেওয়াল ঘড়ি), সাবেক ছাত্রনেতা ও তরুন আইনজীবি এডভোকেট ফয়জুল কবির (দোয়াত কলম), প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল আবচার (ছাতা)। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ভোটের মাঠে লড়াইয়ে আছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আতিক উদ্দিন চৌধুরী (ফুটবল), চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব (হরিণ) ও সাবেক ছাত্রনেতা লায়ন মোহাম্মদ আলমগীর চৌধুরী (গোলাপ ফুল)।
জানা গেছে, এবারের সম্মেলনে চকরিয়া পৌরসভার অধীন ৯টি ওয়ার্ড থেকে মোট ১৭১ জন সদস্যকে কাউন্সিলর ( ডেলিগেট) করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি থেকে ১৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এছাড়াও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ৬৯ জন ও কো-অপশন সদস্য ১৯জন মিলিয়ে মোট কাউন্সিলর হয়েছেন ২৫৯ জন। তারা গোপন ব্যালটের মাধ্যমে ভোটে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।
চকরিয়া পৌরসভার পুকুপুকুরিয়াস্থ কমিউনিটি সেন্টার এটিএন পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক থাকবেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা। প্রধান বক্তার বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি আজিজুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান মাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। এছাড়াও সম্মেলনে কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও কাউন্সিলর (ডেলিগেট) উপস্থিত থাকবেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের ভেন্যু চকরিয়া পৌর আওয়ামীলীগের অনুষ্ঠান সুচিতে জানানো না হলেও দলের নির্ভরযোগ্যে সুত্রে জানা গেছে, চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন তথা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: