ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভা নির্বাচন, আওয়ামীলীগ সভানেত্রীর সিদ্বান্তে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন মেয়র প্রার্থী সাঈদী

saydi Chakaria 22-02-2016এম.জিয়াবুল হক, চকরিয়া :::

আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্বান্তকে সম্মান জানিয়ে অবশেষে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সাঈদী। গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিল করার শেষ দিনে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তার দপ্তরে মেয়র পদে প্রতিদ্বন্দিতায় ইচ্ছুক সব দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেও আওয়ামীলীগ নেতা সাঈদী তার মনোনয়নপত্র জমা দেননি।

জানা গেছে, আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর গত বুধবার (১৭ ফেব্রুয়ারী) চকরিয়া পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রমিকনেতা ফজলুল করিম সাঈদী। এরপর থেকে কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ তাকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

জানতে চাইলে নাগরিক কমিটির মেয়র প্রার্থী ফজলুল করিম সাঈদী বলেন, দলীয় মনোনয়ন পেতে আমরা অনেকে চেষ্টা করেছিলাম। কিন্তু আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড ও দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। তারপরও নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের কারনে এবং দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্বান্তকে সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাড়াঁনোর সিদ্বান্ত নিয়েছি। এই কারনেই মনোনয়নপত্র আর দাখিল করিনি। তিনি বলেন, এখন থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আলমগীর চৌধুরী তথা নৌকা প্রতীকের বিজয়ের জন্য কাজ করবো। ইনশাল্লাহ আওয়ামীলীগের সুনিশ্চিত বিজয় হবে। একই সাথে তিনি দলের সকলস্থরের নেতাকর্মী ও তার সমর্থকদেরকে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহবান জানান। #

পাঠকের মতামত: