ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়া পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী ১নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফির কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.নুরুস শফি এলাকাবাসি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি

বলেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকুরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ্ আমাকে জনগণের সুষ্ঠ ভোটে নির্বাচিত করেছেন।আমি ধন্যবাদ ও কৃতজ্ঞাতা প্রকাশ করছি প্রশাসনের প্রতি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞাতা প্রকাশ করছি ১নং ওয়ার্ডবাসীর কাছে যারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয় যুক্ত করেছেন।

আমি ধন্যবাদ ও কৃতজ্ঞাতা প্রকাশ করছি, বন্ধু, সহযোদ্ধা, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনদের প্রতি, যারা দিন রাত এক করে আমার জন্য কষ্ট করেছেন। মহান আল্লাহর রহমতে, আমি জনগণ কে যে প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম, আমার সর্বচ্চ মেধা জ্ঞান দিয়ে তা আমি পালন করবো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সর্বদা আপনাদের পাশে থাকতে পারি, অতিতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যৎও থাকবো ইনশাআল্লাহ্।

পাঠকের মতামত: