ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়া পৌরসভা নির্বাচনে বিজয়ী নবীন-প্রবীণ ১২ কাউন্সিলর পরিচিতি

এম.জিয়াবুল হক, চকরিয়া :: আজ সোমবার ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী (নৌকা) ২১ হাজার ৪৯০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ গতকাল রাতে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনাকালে আলমগীর চৌধুরীকে তিনি বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন।

এছাড়াও নির্বাচনে সংরক্ষিত ১২৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাশেদা বেগম (আনারস), ৪৫৬ নং ওয়ার্ডে ফারজানা ইয়াছমিন ফোরকান (অটোরিক্সা), ৭৮৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগম (আনারস) নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নুরুস শফি (টেবিল ল্যাম্প), ২নং ওয়ার্ডে আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (উটপাখী), ৩নং ওয়ার্ডে ইফতেখারুল ইসলাম হানিফ (উটপাখী), ৪নং ওয়ার্ডে জাফর আলম কালু (ব্রীজ), ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু (ফ্লাস্ক), ৬ নং ওয়ার্ডে আবদুস ছালাম (ডালিম), ৭ নং ওয়ার্ডে নুরুল আমিন (উটপাখী), ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মুজিবুল হক মুজিব (উটপাখী) ও ৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন (ব্ল্যাক বোর্ড) নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর রাশেদা বেগম ও আঞ্জুমান আরা বেগম এবং সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মুজিবুল হক মুজিব, ফোরকানুল ইসলাম তিতু ও জাফর আলম কালুসহ পাঁচজন পুনরায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রাশেদা বেগম ও আঞ্জুমান আরা বেগম এবারসহ ততৃীয়বার নির্বাচিত হলেন।

 

পাঠকের মতামত: