ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির মেয়র প্রার্থীর ভোটের পরিসংখ্যান

chakaria-alamgir-chy-nurul-islam-haidar-cbnএম.জিয়াবুল হক, চকরিয়া :::

২০ মার্চ অনুষ্টিত চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২২৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৫৪ ভোট। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে আওয়ামীলীগের প্রার্থী আলমগীর চৌধুরী ১৪হাজার ২৭১ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডে সর্বমোট ভোটার সংখ্যা ছিল ৪২হাজার ৩০৬জন। তারমধ্যে মেয়র পদে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২হাজার ১৭৯জন ভোটার। তার মধ্যে বাতিল হয়েছে ১৪২৭ ভোট। অনুষ্টিত নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী নৌকা প্রতীকে ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে পেয়েছেন ২৩হাজার ২২৫ ভোট। তার প্রতিদ্বন্দি বিএনপির মেয়র প্রার্থী আলহাজ নুরুল ইসলাম হায়দার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৫৪ ভোট। তার মধ্যে ১নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর (আমানচর)সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ১৬৩১ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ৪০২ ভোট। বিমানবন্দরস্থ আল রায়েদ ইউনিভার্সেল একাডেমীতে আলমগীর চৌধুরী পেয়েছেন ১২১৪ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ৫৮১ ভোট। ২নম্বর ওয়ার্ডের চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ৩৪৬ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ২৩২ভোট। হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ৬২১ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ২০২৭ ভোট। ৩নম্বর ওয়ার্ডের দক্ষিন লক্ষ্যারচর (সিকদারপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ১০৯৬ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ৮১৭ ভোট। বাটাখালী ২য় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ৮৫৮ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ৫৯৬ ভোট। ৪নম্বর ওয়ার্ডের প্রদীপালয় (ভরামুহুরী সার্ভ স্কুলে) কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ১৩০৮ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ৩৫৯ ভোট। চকরিয়া কোরক বিদ্যাপীঠ কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ৯৬২ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ৩১৮ভোট। ৫নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা পুরাতন জামে মসজিদ সংলগ্ন মোহাম্মদিয়া 110-300x141হাফেজখানা কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ১৮৩০ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ১০৮ ভোট। করাইয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ২১৪৫ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ৪১ভোট। ৬নম্বর ওয়ার্ডের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ২১৪৭ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ৯৭ ভোট। চকরিয়া পৌর আর্দশ শিক্ষা নিকেতন স্কুল কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ১৫২৮ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ১৫৪ ভোট। ৭নম্বর ওয়ার্ডের নিজপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ১১২৬ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ১৯৪ ভোট। পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ২৩১৪ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ২৬৫ ভোট। ৮নম্বর ওয়ার্ডের চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ১০৯৫ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ৯৯৮ভোট। মজিদিয়া দারুচ্ছুনাহ পৌর দাখিল মাদরাসা কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ৩৮৬ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ১১২৭ ভোট। ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম দিগরপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ৯৩৮ ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ৪৯৮ ভোট। পুকপুকুরিয়া পৌর বিদ্যা নিকেতন স্কুল কেন্দ্রে আলমগীর চৌধুরী পেয়েছেন ১৬৮০ভোট, নুরুল ইসলাম হায়দার পেয়েছেন ১৪০ ভোট।

পাঠকের মতামত: