ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভা নির্বাচনে ধানের শীষের পক্ষে বিএনপির মেয়র প্রার্থী হায়দারের বিরামহীন প্রচারনা

Chakaria  Picture (B.N.P)  04-03-2016এম.জিয়াবুল হক,চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ নুরুল ইসলাম হায়দার ধানের শীষে পক্ষে বিরামহীন প্রচারনা চালাচ্ছেন। মনোনয়নপত্র দাখিলের পরদিন থেকে বিএনপির উপজেলা ও পৌরসভা কমিটির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে হায়দার পৌরসভার প্রত্যন্ত এলাকায় ব্যাপক গনসংযোগ চালিয়ে আসছেন। গনসংযোগকালে প্রত্যেক এলাকায় ব্যাপক জনসমর্থক পাচ্ছেন বর্তমান মেয়র।
গনসংযোগকালে বিএনপির মেয়র প্রার্থী নুরুল ইসলাম হায়দার জনগনের উদ্দেশ্যে বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারের নির্বাচনে বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতীকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। চকরিয়া পৌরসভা প্রতিষ্টার পেছনে বিএনপির যুগ্ম মহাসচিব আলহাজ সালাহ উদ্দিন আহমদের অবদান রয়েছে। পৌরবাসির উন্নয়নে তিনি যতেষ্ট কাজ করেছেন। এই জন্য সালাহ উদ্দিন আহমদ তথা বিএনপির প্রার্থী হিসেবে পৌরবাসি এবারের নির্বাচনে তাকে আবারো বিজয়ী করবে এমন প্রত্যাশা করেন মেয়র প্রার্থী হায়দার।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগকালে তার সাথে অংশ নিচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক এম.মোবারক আলী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপি নেতা এএম আলী আকবর, কাউন্সিলর নাজেম উদ্দিন, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি আকতার ফারুক খোকন, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মনির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ জকরিয়া, হাসান মাহমুদ, কামরুল হাসান, বর্তমান সভাপতি নুরুল আবছার রিয়াদ, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এইচএম নুরুল আমিন, সাধারণ সম্পাদক এম.মনছুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, ছাত্রদল নেতা একরামুল হক, বিএনপি নেতা নয়ন চৌধুরী, এমরান সালেহ প্রমুখ নেতৃবৃন্দ। #

পাঠকের মতামত: