ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চকরিয়া পৌরসভার প্রস্তাবিত মেগাপ্রকল্প পরির্দশনে জাইকার দক্ষিণ এশিয়ার প্রধান পরিচালক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
জাইকা প্রকল্পের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান পরিচালক নাগাই শিনসুকির নেতৃত্বে ৩ সদ্স্য বিশিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল রোববার সকালে কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্রস্তাবিত জাইকা প্রজেক্টের অন্যতম প্রকল্প টাউনশীপ উন্নয়ন, শিশুপার্ক, বর্জ্য থেকে গ্যাস ও সার উৎপাদন কারখানা নির্মাণ সংক্রান্ত প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

তার আগে জাইকার প্রতিনিধি দলটি চকরিয়া পৌছালে তাদেরকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, চকরিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ, চকরিয়া উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম চৌধুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী মুজিবুর রহমানকে সাথে নিয়ে পৌরসভার প্রস্তাবিত প্রকল্প গুলো জাইকা প্রতিনিধি দল পরির্দশন করেন।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, জাইকা প্রতিনিধি দল চকরিয়া পৌরসভার প্রস্তা্বিত প্রকল্প ১/ডাম্পিং স্টেশন৷ ২)শিশু পার্ক ৩/অডিটোরিয়াম, ৪) নার্সিং ইনস্টিটিউট
৫/আবাসন প্রকল্প ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি উক্তপ্রকল্প সমুহ দ্রুত বাস্তবায়ন করার বিষয়ে দরপত্র তালিকায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার উপসহকারি প্রকৌশলী সজিব চাকমা, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন,৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আন্জুমান আরা বেগম, পৌরসভার ভারপ্রাপ্ত
নকশাকার আবু রাশেদ মো জাহেদ উদ্দিন, বিল্ডিং পরির্দশক রাজিফুল মোস্তফা চৌধুরী ,অফিস সহকারি আবদুল হামিদ ও সহকারী সার্ভেয়ার শফিকুল কাদের ও শেফায়েত ওয়ারেসী নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: