চকরিয়া পৌরএলাকায় বাবুল নামে একব্যক্তিকে ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে যাওয়ার খবরে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। এমনকি ওই ইয়াবা ব্যবসায়ীর ব্যবহৃত মোটর সাইকেলে ইয়াবা থাকার সংবাদে বিক্ষুদ্ধ জনতা গাড়ীও পুড়িয়ে দিয়েছে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে ইয়াবা পাচারকারী চক্র স্থানীয়দের তিন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে। এতে অন্তত ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৩জুলাই রাত পৌনে ১টা থেকে আড়াইটা পযর্ন্ত সময়ে পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম দিগরপানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১নং বাধা ষ্টেশন এলাকায় পৃথক এ ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে স্থানীয় ১নং বাধ এলাকার বাসিন্দা মৃত কামাল উদ্দিনের পুত্র ও ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এহেছানুল হক জানিয়েছেন, পৌরসভার দিগরপানখালীর শেমস্যাপাড়া এলাকার মৃত সোলাইমানের ছেলে জিয়াউদ্দিন বাবলু দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি বাবুলের বিরুদ্ধে ইয়াবা ব্যবসা করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেন। এতে তার উপর ক্ষিপ্ত হয়ে নানাভাবে হুমকি ধমকি সহ হামলা চালায়। গতকাল ৩জুলাই রাত পৌনে ১টার দিকে ইয়াবার চালান নিয়ে আসার খবরে স্থানীয় জনতা বাবুলকে পশ্চিম দিগরপানখালী স্কুলের সামনে আটকিয়ে গণধোলাই দিয়ে ব্যবহৃত মোটর সাইকেলও পুড়িয়ে দিয়েছে। যুবলীগ নেতা এহেছান অভিযোগ করেন, ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ইয়াবা বাবুল বাহিনীর সন্ত্রাসীরা সম্পূর্ণ অন্যায়ভাবে পৌরসভার ১নং বাধাস্থ তার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান মুদির দোকান, ফার্ণিচার ও কুলিং কর্ণার (চায়ের দোকান) এ এদিন ভোররাত অনুমানিক ২টা ৩০মিনিরে দিকে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে মালামাল পুড়িয়ে দিয়েছে। এতে তার অন্তত ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন। এনিয়ে যুবলীগ নেতা এহেছান মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম।
পাঠকের মতামত: