ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়া-পেকুয়া আসন, অফিসে আগুন,হামলা-মামলা উত্তপ্ত নির্বাচনী পরিস্থিতি

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের নির্বাচনী পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে।
দিন দিন বেড়েই চলেছে নির্বাচনী সহিংসতা। গত তিন দিন পূর্বে সন্ত্রাস বিরোধী অভিযানে চলাকালীন চিরিংগা ইউনিয়নে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর গুলিবর্ষণ করে সন্ত্রাসী। এই ঘটনায় ৫/৬শ জনের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

গত ১লা জানুয়ারী কৈয়ারবিল ইউনিয়নে হাত ঘড়ির কার্যালয় সহ ৩টি দোকান আগুনে দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। সর্বশেষ মঙ্গলবার(২ জানুয়ারী) ভোর রাতে বিএমচর ইউনিয়নে হাত ঘড়ির(মেজর ইব্রাহিম) প্রধান কার্যলয় জ্বালিয়ে দিয়েছে।

এসব বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রশাসনের কর্মকর্তারা কঠোর হুশিয়ারী দেন। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীক বলেন, এই সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে। আমার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে হাত ঘড়ির বিজয়কে আটকানো যাবে না। ইতিমধ্যে ৩টি ঘটনায় বেশ কয়েকজন আটক হয়েছে।

এই ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, এসব বিষয়ে তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত: