ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়া-পেকুয়ার এমপি ইলিয়াছের গাড়ির ধাক্কায় ৩ শিশু আহত

mp vanaccident,সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ০৪ ফেব্রুয়ারী :::

চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব মৌলভী মো: ইলিয়াছের প্রাইভেট গাড়ির ধাক্কায় ৩ শিশু গুরুত্বর আহত হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যার সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাগলির বিল ব্রীজের উপর ঘটে এ ঘটনা। এতে আহতরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পগলির বিল এলাকার মুক্তার আহমদের পুত্র নাছির উদ্দিন (১৩), মনির আহমদের পুত্র রাকিব (১০) ও পার্শ্ববর্তী খুটাখালী ১ নং ওয়ার্ডের মাওলানা শমসুদ্দিনের পুত্র শিবলী (১৫)। তাদেরকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শিবলীর অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি ইলিয়াছের বহনকৃত প্রাইভেট গাড়িটি বৃস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার যাচ্ছিলেন। এসময় মহাসড়কের পাগলির বিল ব্রীজ এলাকায় পৌছলে বেপরোয়া গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ব্রীজের পার্শ্ববর্তী রেলিংয়ে গিয়ে ধাক্কা দিলে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ৩ শিশু গুরুত্বর আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান দুর্ঘটনাস্থল পরিদর্শণ করে আহতদের খোঁজ খবর নেন। মালুমঘাট হাইওয়ে পুলিশ সার্জেন্ট জামাল দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: