ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

Pc Sahab uddin Chakaria 06-04-2016নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :::

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৭মে চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মো: সাহাব উদ্দিন। তিনি গতকাল ৬এপ্রিল বিকাল ২টায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো: সাখাওয়াত হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, আমি জনগণের অকুন্ঠ ভালবাসা, সমর্থন, দোয়া ও মূল্যবান রায় নিয়ে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নের সকল স্তরের জনসাধারণের ভাগ্যোন্নয়নে কাজ করবো এবং ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করে পশ্চিম বড়ভেওলা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তির করবো। আগামী ৭মে তার পক্ষে মূল্যবান রায়, দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: নুরুসছোবহান, আবদুর রকিম,ছলিম উল্লাহ, আরিফ উল্লাহ, শামসুল আলম, মো: ওসমান, গিয়াস উদ্দিন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকের মতামত: