ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়া ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার সদরের পৌর বাসটার্মিনাল এলাকার একটি ডাস্টবিন থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় পথচারী লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন চকরিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, সোমবার সকাল আনুমানিক নয়টার দিকে চকরিয়া উপজেলা সদরের পৌর বাসটার্মিনাল এলাকার একটি ডাস্টবিনে কাপড় মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পথচারী লোকজন পুলিশে খবর দেন।
পরে চকরিয়া থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে ডাস্টবিন থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহটি উদ্ধার করেন।

ওসি আরও বলেন, উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু পরিচয় সনাক্ত না হওয়ায় মরদেহটি দাফনের জন্য কক্সবাজারস্থ আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। ##

পাঠকের মতামত: