ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চকরিয়া থানার নতুন ওসি চন্দন কুমার চক্রবর্তী‘র যোগদান

চকরিয়া নিউজ ডেস্ক :: চকরিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিঁনি সর্বশেষ কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

চকরিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে চন্দন কুমার চক্রবর্তী-কে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে। তিনি আজ ১৯ মার্চ, চকরিয়া থানায় যোগদান নিয়মিত অফিস করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চকরিয়া থানার নতুন ওসি হিসাবে নিয়োগ পাওয়া চন্দন কুমার চক্রবর্তী বর্তমানে কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। তিনি, ইতিপূর্বে সিলেটের বিয়ানি বাজার থানা, মৌলভীবাজারের মাধবকুন্ড থানা ও কুমিল্লার মনোহরগঞ্জ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।চন্দন কুমার চক্রবর্তী বৃহস্পতিবার ১৭ মার্চ প্রত্যাহার হওয়া চকরিয়া থানার ওসি মোহাম্মদ ওসমান গনি’র স্থলাভিষিক্ত হবেন।

প্রসঙ্গত, পলাতক আসামিকে সাথে নিয়ে থানার ভেতর কেক কেটে জন্মদিন পালন করায় চকরিয়া থানার ওসি মোহাম্মদ ওসমান গনি-কে গত বৃহস্পতিবার ওসি’র দায়িত্ব থেকে প্রত্যাহার করে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পাঠকের মতামত: