ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

চকরিয়া কোরক বিদ্যাপীঠে বৃক্ষরোপন ও কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালিত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার (২৮সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে বিদ্যালয়ের হলরুম মিলনায়তনে কেট কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় সফলতা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

উক্ত জন্মদিন পালন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটি সদস্য শওকত হোসেন, নুরুল মোক্তাদির লিটন, সাংবাদিক এম.মনছুর আলম ও মাষ্টার আবু শোয়াইব।

এছাড়াও উপস্থিত ছিলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, হোস্টেল সুপার মাষ্টার শফিউল আলম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাকের উল্লাহ, সিনিয়র শিক্ষক আনছারুল করিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: