ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিখোঁজ

চকরিয়া প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জকরিয়া (৩৫) নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার পর থেকে তার মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছেনা বলে দাবী করেছে তার স্ত্রী তানিয়া সুলতানা। নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া য়ায়নি। এনিয়ে তার পরিবার চরম ভাবে উদ্বিগ্ন রয়েছে।

আজ ৮ নভেম্বার, বুধবার বিকালে জকরিয়ার স্ত্রী তানিয়া সুলতানা সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে শেষ কথা হয় তার স্বামী জকরিয়ার সাথে। তিনি গাড়ির ব্যবসা করতেন। দায়িত্ব রযেছেন চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকেরও। বিকালে গাড়ির ব্যবসার কথা বলে এক ব্যক্তি তাকে কক্সবাজার নিয়ে যায়। পরে রাত ৮টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছেনা।

প্রশাসনসহ বিভিন্ন স্থানে তার ব্যাপারে খোঁজখবর নিলে কেউ কিছু বলতে পারছেনা। তার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। এদিকে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জকরিয়ার খোঁজ না পাওয়ায় পরিবারে চলছে কান্নাকাটি।

চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এ এম ওমর আলী বলেন, জকরিয়া বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব রযেছেন। তাকে গুম করা হতে পারে। জকরিয়াকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পাঠকের মতামত: