ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদীর গাড়ী লক্ষ্য করে গুলি, প্রাণে রক্ষা

চকরিয়া (কক্সবাজা) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর গাড়ী লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। বুধবার ( ১৫মে) রাত ১০ টার দিকে ঢেমুশিয়ায় নির্বাচনী পথসভা শেষে চকরিয়ায় ফেরার পথে ইলিশিয়া লম্বা রাস্তার নিকট পৌঁছলে মাছের ঘের থেকে সাঈদীর গাড়ি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করা হয়। আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রচারণায় ব্যাপক সাড়া দেখে প্রতিপক্ষের ইন্ধনে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। এ সময় জীবন বাঁচাতে গাড়ী থেকে বের হওয়া আমার তিনজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজদের নাম পরিচয় পরে জানাবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি ফোনে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদী জানানোর সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের দুটো টিম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে, তদন্ত সাপেক্ষ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

পাঠকের মতামত: