ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর প্রতিবাদ

কক্সবাজার নিউজ ডটকম (সিবিএনে) প্রকাশিত “চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা : সাঈদী বলেছেন জামিনে আছি” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত। সংবাদে ঢাকা পল্টন থানার যে মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেই মামলায় আমি বর্তমানে জামিনে আছি। জামিনে থাকা অবস্থায় গ্রেপ্তারী পরোয়ানা থাকতে পারে। মূল বিষয় হচ্ছে চকরিয়া উপজেলা নির্বাচনে আমাকে সর্বস্তরের জনতা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। নির্বাচিত হওয়ার পর থেকে আমি জনগণের ভালবাসা আর সমর্থনের মূল্য দেয়ার জন্য দিন-রাত তাদের সুখে-দু:খে ভাগিদার হচ্ছি। তাছাড়া গত কয়েকদিন আগে আমি যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করি তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এলাকায় এসে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শ মোতাবেক আমি আজ ৭/৮ দিন ধরে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের সেবা ও সহযোগিতা দিয়ে যাচ্ছি তখনই আমার বিরুদ্ধ ষড়যন্ত্র শুরু হয়। বিশেষ করে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নিজের দল আওয়ামীলীগের কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর অংশ হিসেবে সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়ে আমাকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এধরণের মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ করছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের সঠিক তথ্য পরিবেশন করার জন্যও অনুরোধ করছি।

নিবেদক
আলহাজ্ব ফজলুল করিম সাঈদী
চেয়ারম্যান, চকরিয়া উপজেলা পরিষদ

সহ-সভাপতি, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ

পাঠকের মতামত: