ঢাকা,মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসনের ফুলেল শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে খতমে কোরান মিলাদ মাহফিল আলোচনা সভা ও বৃক্ষরোপন কার্যক্রমসহ একাধিক কর্মসুচি পালিত হয়েছে। দিনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের কালোরাত্রিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশহিসেবে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি জাফর আলম।

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য অর্পনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাহাতুজ্জামান, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আমির হামজা, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ, চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার অঞ্জন চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার, আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন। এছাড়াও আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: