ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন

চকরিয়া উপজেলায় আবু তৈয়ব ও সংরক্ষিত আসনে তানিয়া সদস্য নির্বাচিত

এম জিয়াবুল হক, চকরিয়া :: আজ সোমবার ১৭ অক্টোবর অনুষ্ঠিত কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে চকরিয়া উপজেলা সাধারণ ওয়ার্ড ( নং ৬) থেকে সদস্য নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবু তৈয়ব। তিনি টিউবওয়েল প্রতীকে ১০৯ ভোট পেয়েছেন। নিকটতম হয়েছেন এডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি তালা প্রতীকে পেয়েছেন ১০২ ভোট।

অপরদিকে চকরিয়া পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ড (৩) থেকে সদস্য নির্বাচিত হয়েছেন তানিয়া আফরিন (দোয়াত কলম)। নিকটতম হয়েছেন জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান আসমা উল হোসনা ( টেবিল ঘড়ি)। বিজয়ী তানিয়া আফরিন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমের মেয়ে।
আজ বিকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় স্থাপিত ভোট কেন্দ্রে প্রয়োগকৃত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান। এসময় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) মো তফিকুল আলম, চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো শহিদুল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার, থানার অপারেশন অফিসার এসআই রাজীব সরকার উপস্থিত ছিলেন। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: সদস্য পদে আবু তৈয়ব এবারের নির্বাচনে দুইটি ফৌজদারি মামলায় আসামি হয়ে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে আইনী গ্যাড়াকলে তিন সপ্তাহ ধরে আটকে ছিলেন। নির্বাচনের ঠিক একদিন আগে ১৬ অক্টোবর তিনি উচ্চ আদালতের নির্দেশে প্রার্থীতা ফিরে পান। এরপর তিনি ১৬ অক্টোবর একরাতের ব্যবধানে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার ২৪৭ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান মিলিয়ে মোট ২৫০ জন নিয়ে গঠিত ভোটের মাঠে হিসাব বদলে দেন। বিশেষ করে চকরিয়া উপজেলার মাতামুহুরী অঞ্চলের বেশিরভাগ ভোট নিজের অনুকুলে নিয়ন্ত্রণে নিয়ে ফলাফল পাল্টে দিতে সক্ষম হন। এনিয়ে আলহাজ্ব আবু তৈয়ব চকরিয়া উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য পদে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন।

পাঠকের মতামত: