কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে প্রতারনাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ৯টি মামলার পলাতক আসামি হারবাংয়ের সেই ভন্ড বৈদ্য নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে হারবাং পুলিশ ফাঁিড়র আইসি’র নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের মছন সিকদারপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। নাছির ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে হারবাং পুলিশ ফাঁিড়র আইসি (ইনর্চাজ) এসআই দেবাশীষ সরকার বলেন, গ্রেফতারকৃত নাছির উদ্দিন নিজেকে বৈদ্য দাবি করে তাবিজ-কবজ দেয়ার নামে প্রতারনার মাধ্যমে সাধারণ লোকজনকে ফাঁেদ ফেলে বিপুল টাকা হাতিয়ে নিত। এসব কারনে ইতোমধ্যে প্রতারনার শিকার লোকজন তার বিরুদ্ধে থানায় বেশ কটি মামলা দায়ের করেন। তিনি বলেন, এছাড়াও তার বিরুদ্ধে বনবিভাগের জায়গা দখল ও গাছ কেটে লুটের অভিযোগসহ অন্তত ৯টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার এড়াতে নাছির দীর্ঘদিন ধরে আত্মগোপনে চলে যায়। তবে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাছির বাড়িতে অবস্থান করছে, তখনই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত: