নিউজ ডেস্ক :: কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ২৭মে ২৮০জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৬১জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, নতুন ৪৬জন। ১৮জন আগে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট। বাকী ২১৯জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার ২৭মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৪৬জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭জন, চকরিয়া উপজেলায় ৫জন, উখিয়া উপজেলায় ২০জন, মহেশখালী উপজেলায় ২জন, টেকনাফ উপজেলায় ২জন, রামু উপজেলায় ৩জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩জন, বান্দরবান সদরে ২জন, রুমা উপজেলায় ১জন ও রোয়াংছড়ি ১জন।
এনিয়ে কক্সবাজার জেলায় বুধবার ২৭ মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪৯২ জন। তারমধ্যে, করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী রয়েছে ২৯জন।
তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে বুধবার ২৭ মে চকরিয়া উপজেলার ১০জন, রামু ২জন এবং রোহিঙ্গা শরনার্থী ৩জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
২৭ মে পর্যন্ত উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চকরিয়া উপজেলায় ১৪৫ জন, কক্সবাজার সদর উপজেলায় ১৩৫জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ৩০জন, উখিয়া উপজেলায় ৭৩ জন, টেকনাফ উপজেলায় ১৭জন, রামু উপজেলায় ১১জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।
কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৭জন করোনা রোগী। মোট ৯৭জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পাঠকের মতামত: