ঢাকা,বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ৪৪ টি কমিউনিটি ক্লিনিকের জন্য মাস্ক স্যানিটাইজার সাবান ও এলকোহল প্যাড বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  করোনা ভাইরাস সংক্রমণ সময়ে চিকিৎসা নিতে আসা রোগী এবং সংশ্লিষ্ট চিকিৎসক নার্সদের সুরক্ষা নিশ্চিতে এবার চকরিয়া উপজেলার ৪৪টি কমিউনিটি ক্লিনিকের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ও এলকোহল প্যাড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট সকল ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক-কর্মকর্তার হাতে এসব উপকরণ বিতরণ করেন ইউএনও নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, সর্বসাধারণের অচেতনতার কারণে বর্তমানে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার প্রতিটি জনপদে করোনা সংক্রমণের ঝুঁিক রয়েছে। সেই বিষয়টি আমলে নিয়ে উপজেলার ৪৪টি কমিউনিটি ক্লিনিকের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ও এলকোহল প্যাড বিতরণ করা হয়েছে। মুলত এসব উপকরণ করোনা ভাইরাস সংক্রমণ সময়ে ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগী এবং সংশ্লিষ্ট চিকিৎসক নার্সদের সুরক্ষা নিশ্চিতে ব্যবহার করা হবে। #

পাঠকের মতামত: