ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ১১ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রত্যাশী হলেন ৭৫ প্রার্থী

Chakariaএম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সর্বমোট ইউনিয়ন আছে ১৮টি। তারমধ্যে উপকুলীয় অঞ্চলের সাতটি ইউনিয়নকে ইতোপুর্বে দলীয়ভাবে বিভক্ত করে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা হিসাবে রুপান্তর করার পর এখন ১১টি ইউনিয়ন নিয়ে চকরিয়া উপজেলায় সব রাজনৈতিক দল সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। তবে প্রশাসনিকভাবে আঠার ইউনিয়নের কার্যক্রম অব্যাহত আছে চকরিয়া উপজেলার নামে।

জানা গেছে, নির্বাচন কমিশন ইতোমধ্যে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। সেই লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয়ভাবে একক প্রার্থী নির্ধারণে আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৪মার্চ বিকেলে চকরিয়া কলেজ মিলনায়নে উপজেলা আওয়ামীলীগ প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম সভা করেন। এতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো.নুরুল আবছার, জেলা আওয়ামীলীগ নেতা লায়ন কমরুদ্দিন আহমদ, এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, এম আর চৌধুরী, যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম, মোহাম্মদ মুছা, সফিউল আলম বাহারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ওইদিন উপজেলার কাকারা, লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলে। পরদিন ৫মার্চ বিকেলে ফাসিয়াখালী রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয় প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় সভা। ওইদিন উপজেলার ফাসিয়াখালী, ডুলাহাজারা, চিরিঙ্গা, খুটাখালী ও বমু বিলছড়ি ইউনিয়নের প্রার্থী বাছাই করা হয়। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেছেন ৭৫জন প্রার্থী। তবে এখনো চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়নে বিএনপি বা অন্য কোন দলের পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণে কর্মসুচী পরিলক্ষিত হচ্ছেনা।

উপজেলা আওয়ামীলীগের সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন ভিত্তিক যারা প্রার্থী হয়েছেন তারা হলেন, বমূবিলছড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সুলতান আহমদ, বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ডা: এম মিজানুর রহমান সিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কফিল উদ্দিন ও উপজেলা আওয়ামীলীগ নেতা টিপু সহ মোট ৫জন। খুটাখালী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ জয়নাল আবদীন, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা. মীর আহমদ হেলালী, আওয়ামীলীগ নেতা বাহাদুর হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আজাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি এডভোকেট শিবলী, সাঈদ মো. শাহজালাল, খালেদ মোর্শেদ হিরু, শেখ বশির আহমদ হেলালী, শওকত আলম বাদশা ও স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক রহমান মোহাম্মদ আয়াছ সহ ১১জন। ডুলাহাজারা ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, তাঁর ভাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল হোছাইন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ডা: ফরিদুল হক, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল এহছান চৌধুরী সাইফুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রুস্তম গনি মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনছুর আলম ও আওয়ামীলীগ নেতা শামসুল আলম সহ ১০জন। চিরিংগা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও কৃষকলীগের উপজেলা সভাপতি আলহাজ জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান কেএম ছালাহ উদ্দিন (খাজা ছালাহউদ্দিন), আওয়ামীলীগ নেতা শিল্পপতি আলহাজ জামাল হোছাইন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল কাইয়ুম, সাবেক সভাপতি আহমদ কবির, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শাসসুল আলম ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চিরিংগা ইউনিয়ন সিনিয়র সহসভাপতি সাহাব উদ্দিন মিজান সহ ৭জন। ফাঁসিয়াখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর নাম প্রস্তাব করেন জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আবছার। ওইসময় মঞ্চে দাঁড়িয়ে নিজের প্রার্থীতা ঘোষণা করেন উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন হেলালী। সুরাজপুর মানিকপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম, চকরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আওয়ামীলীগ নেতা রুস্তম শাহরিয়ার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা লীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোছাইন, বর্তমান প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাজল, ব্যবসায়ী অলিদুল আজিম, আ’লীগ নেতা নুরুল আমিন মোট ৭জন। হারবাং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও আলীগ নেতা নুরুল আবছার, ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মিরানুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ, বৌদ্ধ সমিতির নেতা ও উপজেলা আওয়ামীলীগের সদস্য পরিমল বড়–য়া, আজিম উদ্দিন, হাফেজ নুর সালাম, নাসির উদ্দিন খোকন, মাস্টার জিয়া উদ্দি;ন, মুজিবুর রহমান বাদশা, দারুস সালাম রফিক মোট ১০জন। লক্ষ্যারচর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর ছেলে রেজাউল করিম সেলিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ ম আওরঙ্গজেব বুলেট, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির হোসেন মোট ৪জন। কাকারা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত ওসমান, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা (দুবাই মুছা), ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মোট ৪জন। বরইতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও ইউনিয়নের সাবেক সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, সাধারণ সম্পদক ডা. নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মোট ৬জন। কৈয়ারবিল ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার, বর্তমান সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, তরুণ আওয়ামীলীগ নেতা মক্কী ইকবাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ নেতা হাসানুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী জন্নাতুল বকেয়া রেখা মোট ৬জন।

জানতে চাইলে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, দুই দফায় উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ের সাংগঠনিক প্রক্রিয়া সমাপ্ত করা হয়েছে। দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জনপ্রিয়তা যাছাই বাছাই করে এবং তৃণমূলের ভোটারদের সমর্থন পর্যালোচনা করে প্রত্যেক ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ পূণরায় একক প্রার্থী নির্ধারণের চেষ্টা করা হবে। তারপর মনোনয়ন প্রত্যাশীদের তালিকা জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডে পাঠানো হবে।

পাঠকের মতামত: