ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত দু’ঘন্টা মহাসড়কে গাড়িচলাচল বন্ধ

accident,নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তা মাথায় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। ৬ জুন সকাল সোয়া ৮ টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোদ্ধ করে গাড়ি চালকের শাস্তির দাবী জানিয়ে মিছিল করতে থাকে।

জানা গেছে, চকরিয়া পৌর শহর থেকে কক্সবাজার উদ্দেশ্যে একটি মাইক্রোবাস ফাঁসিয়াখালী রাস্তা মাথা এলাকায় পৌছলে ওই সময় রাস্তা পারাপারে চেষ্টার করছিল দক্ষিণ সিকদার পাড়া এলাকার আবদুল কাদের(৬০)। ওই সময় গাড়ির সামনে পড়ে গেলে মাইক্রোবাসের ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণ না করে পথচারীকে ধাক্কা দিয়ে চাপা দেয়। ঘটনাস্থলে আবদুল কাদেরের মৃত্যু হয়। পরে স্থানীয় চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধূরী ঘটস্থালে গিয়ে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে। এসময় চকরিয়া হাইওয়ে পুলিশ এবং মাইক্রোবাস সমিতির প্রতিনিধিসহ বিভিন্নস্থরের লোকজন উপস্থিত ছিল। তবে ঘাতক গাড়িটি আটক করতে পারেনি।

পাঠকের মতামত: