ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সৌহার্দ্যপূর্ন পরিবেশে আওয়ামীলীগের কার্যকরি সংসদের সভা, গুরুত্বপূর্ন সিদ্বান্ত গ্রহন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

দীর্ঘদিন পর চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ঐক্যবদ্ধভাবে কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ন পরিবেশে গুরুত্বপূর্ন সিদ্বান্ত নেওয়া হয়। ১৫ এপ্রিল বিকাল তিনটায় চকরিয়া পৌর পৌরসভার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাংসদ আলহাজ জাফর আলম। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংগঠনিক টিমের প্রধান এম আজিজুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরুউদ্দিন আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মাহমুদ মিথুন, সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক একেএম গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক অবস্থা তুলে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিমুল হক, শাহনেওয়াজ তালকুদার, আবদুল কাইয়ুম, নজরুল ইসলাম, বেলাল উদ্দিন। সভায় ৫টি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকার সিদ্বান্ত নেওয়া হয়।

বর্ধিত সভা গুলোতে কাউন্সিলরের তালিকা প্রনয়ন ও সম্মেলন করার সিদ্বান্ত নেওয়া হবে। এরমধ্যে ১৮ এপ্রিল ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগ, ২০ এপ্রিল চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ, ১০মে ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ, ১২ মে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ১৫ মে বরইতলী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে সিদ্বান্ত দেবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

অনুষ্ঠিত কার্যকরী সভায় আরও উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এম আর চৌধুরী, রফিক আহমদ, আবু মুচা, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, সাংগঠনিক সম্পাদক কাকারার সভাপতি শওকত ওসমান, প্রচার সম্পাদক আবু মুচা, দপ্তর সম্পাদক আবদুল জলিল, পরিমল বড়ুয়া ও মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা সহ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।

 

পাঠকের মতামত: