প্রকাশ:
২০২৪-০৯-২৭ ১২:৫৬:৩৮
আপডেট:২০২৪-০৯-২৭ ১২:৫৬:৩৮
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যাকান্ড ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে একটি সেনাসদস্য বাদি হয়ে হত্যা মামলা, অপরটি পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এ দু’টি মামলায় ১৭ জনের নামাল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭জনকে আসামী করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর চকরিয়া থানায় এ দুটি মামলা দায়ের করেন।
এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় সশস্ত্র ডাকাতের গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন ওই সেনা কর্মকর্তা।
জানা যায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়ায় মাছ ব্যবসায়ি রেজাউল করিমের বাড়িতে একদল ডাকাত হানা দিচ্ছেছিলো। এসময় ১০-১২ জনের ডাকাতদল সশস্ত্র অবস্থায় রেজাউল করিমের বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে বাড়ির অন্যান্য সদস্যদের জিম্মি করে ডাকাতরা। ওইসময় বাড়ির মালিক চকরিয়া সেনাক্যাম্পে খবর দিলে তাৎক্ষণিক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের নেতৃত্বে একদল সেনবাহিনী ঘটনাস্থলে পৌঁছান।
সেনাসদস্যরা আসার টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী বাসিন্দা শাহ আলমের বাড়ির উঠানে লেফটেন্যান্ট তানজিম তাদের কয়েকজনকে ঝাপটিয়ে ধরা ফেলে। এসময় ডাকাতরা সেনা কর্মকর্তাকে গলায় ও চোখে ছুরিকাঘাত করে। মারাত্মকভাবে আহত তিনি। পরে সেনা সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ওইদিন রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করে। বুধবার রাতে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কক্সবাজার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় চকরিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ১৭ জনের নাম উল্লেখ করে এ দুটি মামলা দায়ের করে। আরও ৭জনকে অজ্ঞাতানামা দেখানো হয়েছে।
এরমধ্যে হত্যা মামলার বাদি হয়েছেন চকরিয়া সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ এবং অস্ত্র আইনে করা মামলায় বাদি হয়েছেন চকরিয়া থানার এসআই আলমগীর হোছাইন।
এদিকে চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূইয়া সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার খুনের ঘটনায় চকরিয়া থানায় দুটি মামলা রুজু করার বিষয়টি নিশ্চিত করেছেন।
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- চকরিয়ার মালুমঘাটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
- ঈদগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৩
- পেকুয়া এবিসি সড়কে সিএনজি-ডাম্পার গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-৫
- পেকুয়ায় ট্রাক-অটোরিক্সা সংঘর্ষ, স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- চকরিয়ায় বনের জমিতে অবৈধ গরুর হাট, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি
- মানিকপুর বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও আতিকুর রহমান
- প্রশাসনকে সকল দলের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে
- ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন্দুক রেখে পালালো ২ জন
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- চকরিয়ার এক ব্যক্তিকে বাঁশখালীতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
পাঠকের মতামত: