ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় সাংবাদিক রফিক আহমদের বাবার ইন্তেকাল: জানাযা সম্পন্ন, শোক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: দৈনিক নয়াদিগন্ত চকরিয়া উপজেলা প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রফিক আহমদের পিতা চকরিয়া সরকারি হাসপাতালপাড়া গ্রামের বাসিন্দা প্রবীণ সমাজসেবক আলহাজ বশির আহমদ রোববার ২৭ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় নিজবাসভনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। একইদিন বাদে আছরের নামাজের পর সরকারি হাসপাতালের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে সিনিয়র সাংবাদিক রফিক আহমদের পিতা আলহাজ বশির আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমআর মাহমুদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ছাড়াও উপজেলায় কর্মরত সকল সাংবাদিক নেতৃবৃন্দ।

 

পাঠকের মতামত: