ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় মাহবুবুল আলম হানিফের আগমণ উপলক্ষে পেকুয়া যুবলীগের বর্ধিত সভায় এমপি জাফর আলম

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
আগামী ২৮ ফেব্রুয়ারী চকরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জনসভা সফল করতে পেকুয়া উপজেলা যুবলীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে বুধবার বিকেলে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওযামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বারেকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রশীদ দুলাল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমূখ নেতৃবৃন্দ। সভায় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি’র চকরিয়ায় আগমণকে কেন্দ্র করে ইউনিয়ন পর্যায়েও দলের জরুরী বর্ধিত সভা অব্যাহত রয়েছে। ইতোপূর্বে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ বুধবার পেকুয়া যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসব বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জাফর আলম।
এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি চকরিয়ায় আসছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করতে। উদ্বোধনের পর এদিন তিনি চকরিয়া সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তাঁর আগমণ উপলে তিন উপজেলা, চকরিয়া পৌরসভা এবং পর্যায়ক্রমে ২৫টি ইউনিয়নে জরুরী বর্ধিত সভার আয়োজন অব্যাহত রয়েছে দলের প থেকেও। যাতে জনসভা বিশাল সমাবেশে রূপান্তরিত হয়।
দুই বিশিষ্ট ব্যক্তির জানাজায় এমপি জাফর আলম ঃ
এদিকে এমপি জাফর আলম বুধবার দুপুরে অংশগ্রহণ করেছেন চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার পাড়ার নিবাসী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর হোসেনের বাবা মরহুম আলহাজ কবির আহমদ এর নামাজে জানাজায়। অপরদিকে বিকেলে অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য আবু তৈয়বের বাবা মরহুম আলহাজ আবদুল হাকিমের নামাজে জানাজায়। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যও দেন জানাজা শুরুর আগে মরহুমদ্বয়কে নিয়ে আলোচনা সভায়।

পাঠকের মতামত: